বিশ্ব শিক্ষক দিবস যথাযথভাবে পালন করার আহ্বান ------বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন
যথাযথ মর্যাদায় আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের জন্য বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী এবং জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও ৯টি শিক্ষক পরিষদের মহানগর, জেলা ও উপজেলা/থানা সংগঠন এবং সকল স্তরের শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
সকল শিক্ষকদের মর্যাদা রক্ষা ও শিক্ষকদের যৌক্তিক দাবী-দাওয়া পূরণে সরকারিভাবে শিক্ষক দিবসকে যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য শিক্ষক ফেডারেশনের নেতৃদ্বয় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট জোর দাবি জানান। এ ব্যাপারে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নেতৃদ্বয় বলেন, শিক্ষকদের মান-মর্যাদা ও ন্যায়সংগত দাবিগুলো যথাশীঘ্র সম্ভব পূরণ করে মানুষ গড়ার কারিগরদের আত্মমর্যাদার উন্নয়নের জন্য সরকার ও জনগণকে যথাযথ ভূমিকা রাখা দরকার। বিশেষ করে করোনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকসহ সকল স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বেসরকারি শিক্ষক কর্মচারীগণ পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। তাই বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃদ্বয় জরুরি ভিত্তিতে তাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য সরকারের নিকট আবেদন জানান। তিনি শিক্ষাঙ্গনের অপসংস্কৃতি ও অন্যায় আচরণ প্রতিরোধ করে শিক্ষাঙ্গনের পবিত্রতা রক্ষার ব্যবস্থা করতে সরকার ও সংশ্লিষ্টদের দায়িত্বপূর্ণ হস্তক্ষেপ কামনা করেন।
তারা বলেন, এবারের বিশ্ব শিক্ষক দিবসের স্লোগান হোক “আমরা শিক্ষকদের যুক্তিসঙ্গত দাবি আদায় করব এবং শিক্ষার্থীদেরকে নৈতিক চরিত্র ও মানবিক গুণাবলী বিকাশ করে সমাজের আদর্শবান আলোকিত মানুষ হিসেবে আত্মপ্রকাশ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।” নেতৃদ্বয় এবারের বিশ্ব শিক্ষক দিবসকে বিশেষ গুরুত্ব দিয়ে পালনের জন্য বাআশিফসহ সকল শিক্ষক সংগঠনের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।