সাংবাদিক গাজী মাকুলের পিতার ৩য় মৃত্যুবার্ষিকীতে মাগফেরাত কামনায় দোয়া
শিল্পাঞ্চল (খুলনা) সংবাদদাতা: দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা (খুলনা) প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধ্যক্ষ সাংবাদিক গাজী মাকুল উদ্দীনের পিতা মরহুম গাজী হাবিবুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকাল থেকে খতমে কোরআন ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আতাউর রহমান,¬ হাফেজ নাসির উদ্দিন, হাফেজ মুজিবর রহমান, হাফেজ ইউনুস আলী, হাফেজ ইকবাল হোসেন, শরিফুল ইসলাম, আব্দুস সামাদ, মাহমুদুল্লাহ, আল আমিন, রাকিব হাসান, আব্দুর রহমান, আব্দুল আহাদ, আবুল হাসান, মোঃ মিজানুর রহমান, মোঃ সাব্বির হোসেন, রবিউল ইসলাম, হাফেজ মফিজুল ইসলামসহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামীম হাফেজ মোঃ ইব্রাহিম। এছাড়া সাংবাদিক মাকুলের পিতা মরহুম গাজী হাবিবুর রহমানের মাগফেরাত কামনা করেছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকারসহ ইউনিটি’র সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য, সাংবাদিক গাজী মাকুল উদ্দিনের পিতা গাজী হাবিবুর রহমান ২০১৯ সালের ২২সেপ্টেম্বর সকাল পৌনে ৯টায় গিলাতলা গাজীপাড়ার তার নিজস্ব বাসভবনে ইন্তিকাল করেন।