মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

বিএনপির কর্মসূচিতে গুলী করে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার  ----- ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকার সারাদেশে বিএনপির কর্মসূচিতে গুলী করে মানবাধিকার লঙ্ঘন করছে। ভোলা ও নারায়ণগঞ্জের পর আজকে মুন্সীগঞ্জের সমাবেশে আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলীবর্ষণ করেছে। দীর্ঘ একযুগ ধরে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। একদলীয় শাসন প্রতিষ্ঠা, আবারো বিনা ভোটে সরকার গঠন করা এবং জনগণের ন্যায্য দাবিগুলো পদদলিত করার লক্ষ্যেই মুন্সিগঞ্জের সমাবেশে হামলা করা হয়েছে। এই হামলার  ঘটনা সরকারের ধারাবাহিক অমানবিক নিপীড়ন নির্যাতনেরই  অংশ। তিনি অবিলম্বে সমাবেশে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় অচিরেই সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি গত বুধবার রাতে চট্টগ্রাম  নগরীর কাজীর দেউড়ীর মোড় থেকে মুন্সিগঞ্জ উপজেলা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বিনা উস্কানিতে গুলীবর্ষণ করে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের গুলীবিদ্ধ করার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগের মনে ক্ষমতা হারানোর ভয় চেপে বসেছে। তাই তারা জনগণের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে প্রশাসনের সহায়তায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সন্ত্রাসবাদ দিয়ে কোন গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। মামলা, হামলা, নির্যাতন যত বৃদ্ধি পাবে ফ্যাসিস্ট সরকারের আয়ু কমে আসবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন তত বেশি শক্তিশালী হবে। বিএনপিকে রাজপথ থেকে সরানো যাবে না। অচিরেই গণআন্দোলনের মধ্যদিয়ে দেশে অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন হবে, গণতন্ত্র মুক্তি পাবে। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, সদস্য কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাবেক বিএনপি নেতা আবদুল বাতেন, নকিব উদ্দিন ভূঁইয়া, হাসান মাহমুদ জুয়েল, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, মো. রাশেদ, আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ, এমদাদুল হক বাদশা, জিয়াউর রহমান জিয়া, মো: আলা উদ্দিন, আমিন উল্লাহ, নূর জাহেদ বাবলু, মো. ইদ্রিস, মো. যুবরাজ, মো. হাসান, মো. মুসা, মো. সরওয়ার, আবদুল জলিল, মো. রিয়াদ, মো. মোস্তাকিম মাহমুদ, আলিফ উদ্দিন রুবেল, এনামুল হক এনাম, শাহাদাত হোসেন সাজ্জাদ, আলাউদ্দিন আলো প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ