রাজৈরে ডেঙ্গু আক্রান্ত শতাধিক
রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : রাজৈর উপজেলার সর্বত্র ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা যায়, ডেঙ্গু জ্বরে ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক, শ্রমিকসহ শতাধিক লোক আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। টেকেরহাট আবাসিক এলাকার ব্যবসায়ী পরিমল চন্দ্র সাহা (৭০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সম্প্রতি মারা গিয়েছেন। রাজৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা চিকিৎসা নিয়েছেন তাঁদের মধ্যে কয়েকজন হলেন আমগ্রামের কাজী জসিম, টেকেরহাটের উত্তম দা, রতন কুন্ডু, রতন দা, লুন্দীগ্রামের মাসুদ খন্দকার, কদমবাড়ীর অরিদ্র বসু, ডেঙ্গু জ্বরে আক্রান্তরা সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।