ভদ্রা নদীর তীব্র স্রোতে রাস্তা ভেঙে বিলীন
প্রকাশিত: রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট সংস্করণ
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা: ডুমুরিয়ার চুকনগর-রোস্তমপুর রাস্তা ভদ্রা নদীর তীব্র স্রোতে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যে কারণে রোস্তমপুর, বুড়ুলি, ভেরচি, দশকাউনিয়া গ্রামসহ কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার জনগণ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জানিয়েছেন ইতোমধ্যে উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও ভাঙন রোধ ও রাস্তা পুনঃনির্মাণে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা দ্রুত রাস্তাটি পুনঃনির্মাণের ও নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।