তেলবাহী ট্রাক আটক করে ১০ হাজার টাকা জরিমানা
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়ায় সাগর ফিলিং স্টেশনে পেট্রোল বহনকারী একটি ট্রাক আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ট্রাকের চালকসহ সঙ্গীয়দের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার এ জরিমানা করেন। সিরাগঞ্জের জেলার শাজাদপুরের বাঘাবাড়ী এলাকার মারুফ এন্টারপ্রাইজের একটি তেলবাহী ট্রাক মঙ্গলবার দুপুর ২.৩০টার দিকে দৌলতপুরের সেন্টার মোড়ের মজনু ট্রেডার্সে পেট্রোল সরবরাহ করতে আসার সময় ওই ট্রাকটি আটক করা হয়। সাগর ফিলিং ষ্টেশনের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলামের বড় ছেলে মাদকাসক্ত শাওন সাগর ফিলিং ষ্টেশনের কর্মচারীদের সঙ্গে নিয়ে আইনের লংঘন করে অপরাধমূলক ও অবৈধভাবে তেল বহনকারী ওই ট্রাকের চালকসহ সঙ্গীয়দের আটক করে সাগর ফিলিং স্টেশনের ভেতরে আটকিয়ে রাখেন। পরে শাওন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাগর ফিলিং ষ্টেশনে ডেকে আনেন এবং উপজেলা প্রশাসনকে অবগত করেন।