দেশে করোনা শনাক্তের হার বেড়ে প্রায় ১১ শতাংশ
স্টাফ রিপোর্টার : করোনার শনাক্তের হার বেড়েই চলছে। দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশে পৌঁছেছে। আগের দিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৩৮ জন। ৩৬৩ জনের মধ্যে রাজধানীতেই ২৬৮ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ২৬০ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৬০ হাজার ৪৭ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৪১টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৫৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭২৭ জন এবং নারী ১০ হাজার ৬১২ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২৯১ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।
এর আগে, বৃহস্পতিবারদেশে করোনায় একজনের মৃত্যু হয়। অন্যদিকে করোনা শনাক্ত হয় ৪৩৮ জনের দেহে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরের হুয়ানান সি-ফুড ও বন্যপ্রাণীর বাজার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছিল। ওই বাজার ছিল মহামারির কেন্দ্র। একাধিক গবেষণায় এর বিশ্বাসযোগ্য প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
এদিকে, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।