শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

কঙ্গোতে ৮০০ বন্দীর পলায়ন ॥ ৫ পুলিশ কর্মকর্তা নিহত

১৩ আগস্ট, রয়টার্স: কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বুটেম্বোতে শুক্রবার সন্ত্রাসীদের হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। একই সময় সন্দেহভাজন ইসলামিক সন্ত্রাসীগোষ্ঠী একটি কেন্দ্রীয় জেল ভেঙ্গে ৮০০ বন্ধীকে মুক্ত করে নিয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।  স্থানীয় সুশীল সমাজ গোষ্ঠীর প্রতিনিধি ভ্যান জার্মেই কাতসিওয়া বলেছেন, গত বুধবার বুটেম্বোর পশ্চিমাঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং তারা কিভাবে এতটা ক্ষিপ্রতার সঙ্গে শহরের মধ্যাঞ্চলীয় কারাগারের ওপর হামলা করেছিল, যা দেখে মনে হচ্ছিল হামলাটি চালাতে তাদের মোটেও কষ্ট করতে হয়নি। 

মোবাইল সাক্ষাৎকারে তিনি আরো বলেন, পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আমরা শহরটিতে একটি বড় রকমের পরিবর্তন দেখতে পাচ্ছি এবং জানি না সন্ত্রাসীরা কোথায় পলায়ন করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ