শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

এবারের ব্যালন ডি’অরের তালিকায় স্থান পাননি মেসি-নেইমার

ব্যালন ডি’অর-২০২২ এর জন্য ৩০ সদস্যের তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ১৭ অক্টোবর প্যারিসে গালা অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যালন ডি’অরের পুরস্কার দেওয়া হবে। এই তালিকায় স্থান পাননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ২০০৫ সালের পর এই প্রথম ব্যালন ডি’অরের তালিকায় স্থান হলো না তার। তালিকায় জায়গা পাননি তার প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) সতীর্থ নেইমার দ্য সিলভা জুনিয়রও। তবে আছেন কালিয়ান এমবাপে। গত মৌসুমে পিএসজির হয়ে মেসি ৩৪ ম্যাচে ১১ গোল করেছিলেন। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ৩১ ম্যাচে ১৮ গোল করে স্থান পেয়েছেন তালিকায়। তালিকায় আছেন এবারের ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা করিম বেনজেমা। তিনি গেল মৌসুমে সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানোর পাশাপাশি লা লিগার শিরোপাও জিতিয়েছিলেন। পাশাপাশি রিয়াল থেকে তালিকায় স্থান পেয়েছেন থিবাউট কোর্তোয়া, ভিনিসিউস জুনিয়র, কাসেমিরো ও লুকা মদ্রিচও। তালিকায় আছেন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা মোহাম্মদ সালাহ। তিনি গেল মৌসুমে যৌথভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। সবচেয়ে বেশি গোলে সহায়তাকারীও ছিলেন। যদিও তার দল মাত্র ১ পয়েন্টের জন্য প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি। তালিকায় আছেন তার লিভারপুল সতীর্থ ভার্জিল ফন দাইক, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, লুইস দিয়াজ, ফাবিনহো ও দারউইন নুনেজ। আছেন লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া সাদিও মানেও। বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া রবার্ত লেভানডোফস্কিও জায়গা পেয়েছেন তালিকায়। ২০০৬ থেকে গত বছর পর্যন্ত ব্যালন ডি’অরের লড়াইয়ে ছিলেন মেসি। পুরস্কার হাতে না পেলেও অন্তত সম্ভাবনা জাগিয়েছেন প্রত্যেকবার। দীর্ঘ ১৫ বছর ধরে চলে আসা এই চিত্রটি অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল। কিন্তু এবার তাতে ছেদ পড়লো। ব্যালন ডি’অরের রেকর্ড সাতবারের জয়ী কিনা ৩০ জনের তালিকাতে জায়গা পাননি! শুধু মেসি নন, তার প্যারিস সেন্ত জার্মেই সতীর্থ নেইমারও নেই ব্যালন ডি’অরের লড়াইয়ে। এত বড় তালিকাতেও মেসির না থাকা স্বাভাবিকভাবেই ফুটবল বিশ্বের কাছে বিস্ময়ের। তাছাড়া এই সুপারস্টারের ভক্তরাও ভীষণ চটেছেন। এর মধ্যে পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল ব্যাখ্যা দিয়েছে মেসির না থাকার বিষয়টির, যেটি ছাপা হয়েছে আরেক ফরাসি সংবাদমাধ্যম লেকিপে। ফুটবলপ্রেমীদের জন্য প্রশ্নোত্তর পর্ব রেখেছিল ফ্রান্স ফুটবল। তাদের পক্ষে প্রশ্নের উত্তর দিয়েছেন ফরাসি সাময়িকীটির প্রতিবেদক এমানুয়েল বোয়ান। মেসির না থাকা প্রসঙ্গে তার ব্যাখ্যা, ‘২০০৫ সাল থেকে মেসি টানা ১৫ বছর তালিকায় ছিলেন। তাছাড়া রেকর্ড সাতবারের জয়ী তিনি। তাই চূড়ান্ত তালিকা করার সময় নিশ্চিতভাবেই তার নাম এসে যায়। কিন্তু ব্যালন ডি’অরে নতুন যে মানদ- ঠিক করা হয়েছে, সেটি মেসির পক্ষে ছিল না। একজন খেলোয়াড়দের অতীত সাফল্য বা তার পুরো ক্যারিয়ার বিবেচনার বিষয়টি ব্যালন ডি’অর থেকে উঠে গেছে। এখন নতুন মডেলে একটি বছরও নয়, বিবেচনা করা হয় একটা মৌসুম। যে কারণে ২০২১ সালের জুলাইয়ে জেতা কোপা আমেরিকাও বিবেচনায় ছিল না।’ এক মৌসুমের যে বিষয়টি তুলে ধরা হয়েছে, সেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে খুব একটা ভালো অবস্থানে ছিলেন না মেসি। প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে লিগ শিরোপা জিতলেও ফর্ম তার সেরার ধারের কাছেও ছিল না।

ব্যালন ডি’অরে মনোনয়ন পেলেন যারা  : করিম বেনজেমা, থিবো কোর্তোয়া, ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরো, লুকা মদরিচ, অ্যান্টোনিও রুডিগার, মোহামেদ সালাহ, ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, লুকাস দিয়াস, ফাবিনিয়ো, দারউইন নুনেজ, ভার্জিল ফন ডাইক, রিয়াদ মাহারেজ, আর্লিং হরলান্ড, বের্নার্দো সিলভা, ফিল ফডেন, কেভিন ডি ব্রুইনা, জোয়াও কানসেলো, রবার্ত লেভানদোভস্কি, হেয়াং-মিন সন, হ্যারি কেইন, জোশুয়া কিমিচ, সাদিও মানে, রাফায়েল লেয়াও, ক্রিস্টোফার এনকুনকু, ক্রিস্তিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, সেবাস্তিয়েন হালের, দুসান ভ্লাহোভিচ, মাইক মেগনান। -ইন্টারনেট। 

অনলাইন আপডেট

আর্কাইভ