সাঁতারের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের নাহিদ
স্পোর্টস রিপোর্টার: তুরস্কে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে সেমিনাইনালে উঠেছেন বাংলাদেশের সাঁতারু মাহমুদুন্নবী নাহিদ। এর আগে বাংলাদেশের কোনো সাঁতারু ইসলামিক সলিডারিটি গেমসের সেমিফাইনালে উঠতে পারেননি।শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে এই ইভেন্টের সেমিফাইনাল।১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৬ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছেন নাহিদ। গতকাল শনিবার তিন নম্বর হিটে নাহিদ সুইমিংপুলে নেমেছিলেন নাহিদ। সেখানে আটজনের মধ্যে হয়েছেন পঞ্চম। এই হিটে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছেন ইরানের সাঁতারু মেহেরাশ আফগারি। তিনি সময় নেন ৫৪ দশমিক ৭৫ সেকেন্ড। আন্তর্জাতিক ইভেন্টে এমনিতেও বলার মত পারফরম্যান্স নেই বাংলাদেশের সাঁতারুদের। এর আগে ২০১৪ সালে চীনে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসের ৫০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজা উঠেছিলেন কোয়ার্টার ফাইনালে। দীর্ঘ ভ্রমণক্লান্তি ও ইংল্যান্ডের অতিরিক্ত ঠান্ডায় কমনওয়েলথ গেমসে স্বাভাবিক টাইমিং করতে পারেননি বাংলাদেশের সাঁতারুরা। তবে কোনিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসে আশা জাগাচ্ছেন নাহিদ।