শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

পদক শূন্য বাংলাদেশ কুস্তি দল

স্পোর্টস রিপোর্টার: তুরস্কের কনিয়াতে চলমান ইসলামী সলিডারিটি গেমসে বাংলাদেশ কুস্তি দলের কোন অর্জন নেই। কুস্তি তুরস্কের অত্যন্ত জনপ্রিয় খেলা। গেমসে বাংলাদেশের ৩ জন কুস্তিগীর অংশ নিয়েছিলেন। গতকাল শনিবার হালিমার ৬৮ কেজি ওজন শ্রেণীতে হারের মাধ্যমে বাংলাদেশের গেমসে কুস্তি ইভেন্ট শেষ হয়েছে।

কোনিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি স্পোর্টস হলে অনুষ্ঠিত প্রথম ম্যাচে দেড় মিনিট খেলে কিরগিজস্তানের বিপক্ষে ১০-০ পয়েন্টে হেরে যায় হালিমা। দ্বিতীয় ম্যাচে হালিমা দুই মিনিট লড়াই করেও উজবেকিস্তানের কুস্তিগীরের কাছে ১০-০ পয়েন্টে হেরে যায়। আর তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক তুরস্কের কুস্তিগীরের বিপক্ষে দাঁড়াতেই পারেননি হালিমা আক্তার। এক মিনিটেরও কম সময়ে ১০-০ পয়েন্টে হেরে আসর থেকে বিদায় নেয় বাংলাদেশের এই নারী এই কুস্তিগীর।

অনলাইন আপডেট

আর্কাইভ