শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

সাকিবকে মিসগাইড করেছিল বেটউইনার -জালাল ইউনুস

স্পোর্টস রিপোর্টার : বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ পর্যন্ত চুক্তি বাতিল করেই ফিরে এসেছেন সাকিব। গতকাল বিকেলে গুলশানস্থ বিসিবি সভাপতির কার্যালয়ে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা অনুষ্ঠানে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস অধিনায়ক হিসেবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন। একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সাকিব আল হাসানের নাম আসার পর কিভাবে তাকে অধিনায়ক হিসেবে বেছে নেয়া হলো? এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে। এটা করা তার ঠিক হয়নি। সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাকিবকেই অধিনায়ক করার পরিকল্পনা ছিল। তাকে আমাদের প্রয়োজন। নিজের ভুল স্বীকার করে যখন সে ফিরে এসেছে, তখন এটাকেই আমরা সঠিক ধরে নিয়েছি এবং তাকে দায়িত্ব দিয়েছি। সে ভুল করে একটা অনলাইন নিউজ পোর্টাল মনে করে ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল। এটা অবশ্যই সঠিক হয়নি। তাকে বুঝিয়ে বলার পর সে ওখান থেকে সরে এসেছে।’ যারা তাকে চুক্তিতে সাইন করিয়েছিল সেই বেটউইনার নিউজ তো বেটউইনার নামক বেটিং সাইটেরই অঙ্গ প্রতিষ্ঠান। তাহলে তারা কী সাকিবকে মিসগাইড করেছিল? জালাল ইউনুস বলেন, ‘হ্যাঁ, তার (সাকিব) কাছে মনে হয়েছিল হয়তো মিসগাইড এটা।’  কিন্তু সাকিব তো বোর্ডের অনুমতি না নিয়েই চুক্তিটা করেছিল। এটা তো একটা অপরাধ। জালাল ইউনুস বলেন, ‘সেটা আলাপ-আলোচনা হয়েছে। পরবর্তীতে এটা নিয়ে আরো আলাপ হবে। যেটা আমাদের অনুমতি ছাড়া হয়েছে, একটা এনডোর্সমেন্ট নিয়েছে, সে জিনিসটা আগেও আলাপ করেছি এবং আমাদের পরবর্তী বোর্ড মিটিংয়েও এটা আলাপ হবে।’ সাকিবকে অধিনায়ক করার পেছনে যুক্তিটা জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘যুক্তিটা তো বললাম, হি ইজ আওয়ার বেস্ট প্লেয়ার। আমরা তাকে ওউন করি। সে আমাদের বোর্ডের বা দেশের বাইরের কেউ না। সে যখন বলেছে যে এটা মিসটেক, আমরা ধরে নিয়েছি এটা মিসটেক। তবে তাকে বলা হয়েছে, সে যেন এ ধরনের মিসটেকের পূনরাবৃত্তি না করে। সে আমাদের বলেছে নেক্সট টাইম এ ধরনের মিসটেক আর হবে না। আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে সে আশ্বাস দিয়েছে। আমরা সেটা মেনে নিয়েছি।’

অনলাইন আপডেট

আর্কাইভ