শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

সোমবার শুরু হচ্ছে আরচারী প্রতিযোগিতা 

স্পোর্টস রিপোর্টার: ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ দলের আশা আরচারী ডিসিপ্লিন থেকে পদক জিতবে আরচারা। এবার শুরু হচ্ছে সেই আরচারী প্রতিযোগিতা। আজ রোববার তুরস্কের কনিয়ার স্থানীয় সময় সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ৫ম ইসলামিক সলিডারিটি গেমস আরচ্যারী ডিসিপ্লিনের ম্যানেজারস মিটিং, অফিসিয়াল প্র্যাকটিস, ইনস্ট্রুমেন্ট ইন্সপেকশন অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার সকাল ৯টা হতে আরচ্যারী কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শুরু হবে। তুরস্কের স্থানীয় সময় যখন সকাল ৯টা তখন বাংলাদেশ সময় দুপুর ১২টা। বাংলাদেশের সাথে সময়ের ব্যবধান ৩ ঘণ্টা।

গেমসে আরচ্যারী ডিসিপ্লিনে ১০টি ইভেন্ট যথাক্রমে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মহিলা দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ দলগত, কম্পাউন্ড মহিলা দলগত এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আরচ্যারী দলের ম্যানেজার হিসেবে সোহেল আকরাম দায়িত্ব পালন করার কথা থাকলেও অনিবার্য কারণবশতঃ তিনি গেমস উপলক্ষে দলের সাথে তুরস্কে যেতে পারেননি। তার স্থলাভিষিক্ত হিসেবে তুরস্কে অবস্থানরত বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ফাহাদ জেসমিন লিটি বাংলাদেশ আরচ্যারী দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ