এশিয়া কাপের ১৮ সদস্যের দলে ফিরেছেন সাব্বির

স্পোর্টস রিপোর্টার : অবশেষে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৭ অগাস্ট দুবাইয়ে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। দীর্ঘদিন পর সাব্বির রহমানকে দলে ফিরিয়েছে বাংলাদেশ। এছাড়া জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে অভিষেক হওয়া এবাদত হোসেন সুযোগ পেয়েছেন এশিয়া কাপের দলে। এছাড়া ফিরেছেন মুশফিকুর রহিম। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকা এই ব্যাটার ফিরেছেন কুড়ি ওভারের সংস্করণে। মূলত বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরি ও সাকিব আল হাসানের বেটউইনারের সঙ্গে চুক্তির জেরেই দল ঘোষণায় বিলম্ব হয়েছে। গতকাল গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সাকিবের সঙ্গে বৈঠকের পরই এশিয়া কাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। একে একে এশিয়া কাপের জন্য দলে সুযোগ পাওয়া ১৭ জনের নাম পড়ে শোনান তিনি। ৩ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাব্বির রহমান। সবশেষ ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই ব্যাটসম্যান। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯৪৬ রান করেছেন তিনি। এদিকে জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি দলে জায়গা না হলেও এশিয়া কাপ দিয়ে আবারও এই ফরম্যাটের ক্রিকেটে ফিরলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সবশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে থাকা ওপেনার মুনিম শাহরিয়ারের জায়গা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেললেও চোটের কারণে এশিয়া কাপের দলে নেই পেসার শরিফুল ইসলাম। ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। আগামী ৩০ আগস্ট শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।
এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ,নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন।