মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

খুলনা মহানগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

খুলনা ব্যুরো : খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মেজবাহ উদ্দীন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) নগরীর হরিণটানা থানাধীন গাজীর মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার নজরুল ইসলামের ছেলে। একই ঘটনায় মোটরসাইকেলের আরোহী মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাত পৌনে ৮টার দিকে মোটর সাইকেলযোগে দু’জন ময়ূর ব্রিজ পার হয়ে জয়বাংলা মোড়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ওই এলাকার গাজী মার্কেটের নিকট পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ওই দু’জন গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। ট্রাকের একটি চাকা চালকের শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মেজবাহ নিহত হয়। আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ