বিচার সালিশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক আহত
প্রকাশিত: রবিবার ১৪ আগস্ট ২০২২ | প্রিন্ট সংস্করণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদি ইউনিয়ন পরিষদে বিচার সালিশ চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের মামা মোঃ ওয়াহিদ মিয়া বাদি হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।