মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

বড়পুকুরিয়ায় ক্ষতিপূরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আমজাদ হোসেন, পার্বতীপুর : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ প্রদানসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায়  বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ রাস্তায় অনুষ্ঠানের আয়োজন করে সম্পদ ও জীবন রক্ষা কমিটি।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বোরহান আলী, উপদেষ্টা ইব্রাহীম খলিল, লিয়াকত আলী, বেলাল হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলে, খনি কর্তৃপক্ষ দীর্ঘ ৪ বছর আগে ক্ষতিগ্রস্ত এলাকার ১৫.৫৮ একর জমি অধিগ্রহণ করে। এর পর অনেকদিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণ প্রদান না করে হয়রানি করে আসছে। তারা আরও বলেন, খনির কারণে প্রতিনিয়তই বৈদ্যনাথপুর, বাঁশপুকুর গ্রামে বাড়িঘরে ফাটল ধরছে। এতে যে কোন সময় প্রাণহানি ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেন তারা। দ্রুত ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এ বিষয়ে খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের ১১৪ কোটি টাকার মধ্যে  ৫০ কোটি টাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলেও তা গ্রহণ করেনি। আগামী সেপ্টেম্বর মাসে তাদের পুরো টাকা প্রদান করা হবে বলে জানান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ