মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

হেরোইন গাঁজা ইয়াবা উদ্ধার॥ গ্রেফতার ১৬

গাজীপুর সংবাদদাতা : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ২৪ ঘণ্টায় গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯৭ পিছ ইয়াবা, দেড় কেজি গাঁজা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (মিডিয়া) আবু সায়েম জানান, বুধবার রাতে কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন ও ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে- বিমলা (৪৫), সোহাগ হোসেন ওরফে বদু (২৫), আরিফ হোসেন (২২), সামিদুল ইসলাম (২৮), মিজান (২৮) ও আলমগীর হোসেন বাপ্পী (১৮)। টঙ্গী পশ্চিম থানা পুলিশ ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করে। এরা হচ্ছে মোঃ আবুল হোসেন (৩৭) ও মরিয়ম আক্তার (২৪)।

অনলাইন আপডেট

আর্কাইভ