মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহালাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় তোহরুল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার নয়ালাভাঙা এলাকার নওশাদের ছেলে। সকাল ১০টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাণীহাটি বাজার থেকে অটোরিকশা যোগে শিবগঞ্জ যাচ্ছিলেন তোহরুল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাস অটোরিকশাকে ধাক্কা দিলে তোহরুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ