মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

বেড়ায় নকল দুগ্ধ তৈরির  কারখানায় অভিযান॥ ১ জনের দেড় বছর কারাদণ্ড

বুলবুল হাসান, বেড়া পাবনা প্রতিনিধি : পাবনা জেলার বেড়া উপজেলার নির্বাহী অফিসার মোহা. সবুর আলীর দিক নির্দেশনায় ১০ আগস্ট বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রিজু তামান্নার নেতৃত্বে বেড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা নামক এলাকায় নকল দুধ তৈরির অপরাধে কারখানার মালিক সঞ্জয় ঘোষ (৪০) কে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তকে নগদ এক লক্ষ টাকা অর্থদণ্ড ও দেড় বছরের কারাদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য, ইতিপূর্বে অভিযুক্ত সঞ্জয় ঘোষকে নকল দুধ তৈরির অপরাধে মোবাইল কোর্টে কারাদণ্ড প্রদান করা হয়েছিল। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বেড়ার প্রত্যন্ত অঞ্চলে সোডা, সয়াবিন তেল, লবণ, চিনি, স্যালাইন, ডিটারজেন্ট পাউডার, নিম্নমানের গুড়া দুধসহ মারাত্মক সব কেমিকেল মিশিয়ে তৈরি হচ্ছে ক্ষতিকর নকল দুধ। বিষাক্ত এই নকল দুধের ক্রিম থেকেই তৈরি হচ্ছে গাওয়া ঘি।

অনলাইন আপডেট

আর্কাইভ