ইরানের স্যাটেলাইট থেকে সুবিধা নেবে রাশিয়াও

সংগ্রাম অনলাইন ডেস্ক: কাজাখস্তানের মস্কো পরিচালিত বাইকোনুর কসমোড্রোম থেকে মঙ্গলবার ইরানের ‘খৈয়াম’ নামে একটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে৷
গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে মহাকাশে পাঠানো ইরানের নতুন স্যাটেলাইটটি দিয়ে সুবিধা নেবে ইরান-রাশিয়া দুই দেশই।
রাশিয়ার প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইটটিতে স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা৷ যার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনা এবং অনন্য বিষয়ে আরও নজরদারি চালাতে পারবে৷
অন্যদিকে ইরান এই স্যাটেলাইট ব্যবহার করে ইসরাইলের সামরিক স্থাপনার ওপর আরও সূক্ষ্ম নজরদারি চালাতে পারবে৷
গত সপ্তাহে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায় যে, ইরানকে এই স্যাটেলাইটের নিয়ন্ত্রণের অনুমতি দেওয়ার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য ‘কয়েক মাস বা তার বেশি সময় ধরে স্যাটেলাইটটি ব্যবহার করার পরিকল্পনা করছে’।
তবে ইরান বিষয়টি অস্বীকার করেছিল৷
এদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সাম্প্রতিক সময়ে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় নিজেদের কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে রাশিয়া।
সূত্র: আল জাজিরা