৫ উইকেটের জয়ে সিরিজ জিম্বাবুয়ের

সংগ্রাম অনলাইন ডেস্ক: নতুন একটা দিন, আলাদা ম্যাচ। সিকান্দার রাজা রয়ে গেলেন একই রকম।
দলের প্রয়োজনে লড়লেন, সময়ের প্রয়োজন বুঝে খুললেন পুরোটা সময়। কখন থামলেন? অবশ্যই দলকে গন্তব্যে পৌঁছে দিয়ে। সেঞ্চুরিও করলেন প্রথম ম্যাচের মতো। এবার তার সঙ্গী হলেন রেজিস চাকাভা, তিনিও ছুঁলেন তিন অঙ্ক।
তাদের দুজনের কল্যাণে হারারেতে হলো আরেকটা উৎসব। এবারেরটা আরও বড়, বাড়তি আনন্দের। ছুটির দিনে গ্যালারিতে বসা হাজারো মানুষের নৃত্যেই তার ছাপ স্পষ্ট। উপলক্ষটা সিরিজ জয়ের বলে কথা। হারারের গ্যালারির উল্লাস যেন ছড়িয়ে পড়ল পুরো ক্রিকেট বিশ্বেই। জিম্বাবুয়ে হারিয়ে যায়নি এমন বার্তাও কি এলো?
রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারার পর এই ম্যাচে নিশ্চিত হয়েছে সিরিজ হার।