দ্বৈতে চ্যাম্পিয়ন সংগ্রামের জাফর ইকবাল ও যুগান্তরের জ্যোতির্ময়

স্পোর্টস রিপোর্টার : ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত টেবিল টেনিস প্রতিযোগিতায় দারুণ নৈপণ্য প্রদর্শন করেছেন দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার ও ডিআরইউর সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল। টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন জাফর ইকবাল ও দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল জুটি। এছাড়া টেবিল টেনিস এককে রানার্সআপ হয়েছেন জাফর ইকবাল। গতকাল শুক্রবার টেবিল টেনিস ফেডারেশনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবের অংশ হিসেবে গতকাল সকালে টেবিল টেনিস একক ও দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হয়। পুরুষ এককে চ্যাম্পিয়ন জনকন্ঠের রুমেল খান এবং রানারআপ হয়েছেন সংগ্রামের জাফর ইকবাল। তৃতীয় স্থান অর্জন করেন মাই টিভির মাহবুব আলম খান বাবু। অপরদিকে পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হন দৈনিক সংগ্রামের জাফর ইকবাল ও যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল জুটি। এই ইভেন্টে রানার আপ হন জনকন্ঠের রুমেল খান ও মাই টিভির মাহবুব আলম খান বাবু। তৃতীয় স্থান অর্জন করেন একাত্তর টিভির হাবিব রহমান-ভোরের আকাশের মাহমুন্নবী চঞ্চল। উডেন ফ্লোর জিমনেসিয়ামে টেবিল টেনিস ইভেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডস্ট্রিজ লিমিটেড এর সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, ডিআরইউর সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল প্রমুখ। ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার তত্বাবধানে খেলা পরিচালনা করেন টেবিল টেনিসের ন্যাশনাল কোচ মোহাম্মদ আলী এবং তার সহযোগি হিসেবে ছিলেন রায়েন ও প্রমিত।