শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

মিঠুন-নাঈমের ব্যাটে বিপর্যয় এড়ালো ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার: দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। গতকাল শুরু হয়েছে চারদিনের প্রথম ম্যাচটি। ৪৬ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। স্কোরবোর্ডে ৯১ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। শেষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসানের প্রতিরোধে বিপদ এড়ায় বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান ১৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। সাইফ হাসান তিনে নেমে ৩১ বলে ২০ রানে আউট হন। ওপেনার সাদমান ইসলামের সঙ্গে ৩০ রানের পার্টনারশিপ গড়েছিলেন সাইফ। ফজলে মাহমুদও সাদমানকে সঙ্গ দিতে পারেননি। আউট হন ১ রানে। ১৮তম ওভারে আউট হয়ে যান সাদমানও। ৪৬ বলে ১৭ রান করে ফেরেন তিনি। জাতির হোসেন (৭) ও জাকের আলীও সুবিধা করতে পারেননি। খাদের কিনারায় থাকা দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসান। দুই ব্যাটার মিলে ৬৭ রান তুলেন স্কোরবোর্ডে। মিঠুন ৭৯ বলে ৪২ এবং নাঈম ৪৫ বলে ২৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেন। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পেসার মারকুইনো মাইন্ডলে ৩ উইকেট নেন। ২ উইকেট নেন পেস অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

অনলাইন আপডেট

আর্কাইভ