শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

সেঞ্চুরির কাছে গিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লিটন

স্পোর্টস রিপোর্টার: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলে এলো দুঃসংবাদ। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছাকাছি চলে যাওয়া ওপেনার লিটন কুমার দাস রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। সিঙ্গেল নেওয়ার জন্য ছুটছিলেন, ক্রিজে পৌঁছানোর আগেই ব্যথা অনুভব করেছেন লিটন। স্ট্রেচারে করে এরপর মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ ওপেনারকে। মাঠ ছাড়ার আগে তার সংগ্রহ ৮৯ বলে ৮১* রান। এর আগে চোট পেয়ে মাঠ ছেড়েছেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল।লিটন ৭৫ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়েছিলেন। ফিফটি করার পরই মারমুখী ব্যাটিংয়ে পরবর্তী ১৪ বলে করেন ৩১ রান পর লিটনের ব্যাট থেকে এসেছে আরেকটি চার। সিকান্দার রাজার করা ৩৪তম ওভারর প্রথম বলে সিঙ্গেল নেওয়ার পরই হ্যামস্ট্রিং চেপে ধরে শুয়ে পড়েন লিটন। তখন বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১৭১ রান। লিটন অসুস্থ হতেই ইনিংসে দ্বিতীয় পানি পানের বিরতি দেওয়া হয়। মাঠে শুশ্রুষা করে লিটনকে সুস্থ করা না যাওয়ায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ