শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

চ্যাম্পিয়ন হয়েই র‌্যাংকিংয়ে উন্নতি ইংল্যান্ডের শীর্ষে যুক্তরাষ্ট্র

একটি মেজর শিরোপার জন্য ইংলিশ ফুটবলে আক্ষেপ ছিল গত ৫৬ বছর ধরে। এবারের নারী ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে সেই আক্ষেপ ঘুচিয়েছে ইংলিশ মেয়েরা। এমন সাফল্যের পর ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ডের। অষ্টম স্থান থেকে তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। তবে শীর্ষস্থান ধরে রেখেছে চার বারের বিশ্বচ্যাম্প্যন যুক্তরাষ্ট্র। নারী ফুটবলের একটি ব্যস্ত মাসের পর র‌্যাঙ্কিং ঘোষণা করা হয়েছে। যেখানে ২০২৩ নারী বিশ্বকাপের যোগ্যতা অর্জনের অংশ হিসেবে ইউরোর পাশাপাশি আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। গত জুলাইয়ে কনকাকাপের চ্যাম্পিয়ন হয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ২০১৭ সাল থেকেই সেরার আসন দখল করে আছে মার্কিন মেয়েরা। দ্বিতীয় স্থানে রয়েছে ইউরো রানার্স আপ জার্মানি। কোপা আমেরিকা জয়ী ব্রাজিল আছে নবম স্থানে। ২০২৩ বিশ্বকাপের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আছে যথাক্রমে ১২ ও ২২তম অবস্থানে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ