খুলনাসহ ১৩ জেলায় বিদ্যুতের ঘাটতি ২০৩ মেগাওয়াট
খুলনা ব্যুরো : দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় গত বৃহস্পতিবার পিক আওয়ারে বিদ্যুতের ঘাটতি ছিল ২০৩ মেগাওয়াট। বিদ্যুৎ সাশ্রয়ে সিডিউল অনুযায়ী চলছে লোডশেডিং। ফলে লোডশেডিংয়ের কিছুটা বিপাকে পড়তে হয়েছে এই অঞ্চলের গ্রাহকদের। ওজোপাডিকোর কন্ট্রোল রুমের সূত্র অনুযায়ী, খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় চলছে লোডশেডিং। বৃহস্পতিবার পিক আওয়ারে ওজোপাডিকো এবং পল্লী বিদ্যুতের চাহিদা ছিল ২ হাজার ১৬ মেগাওয়াট। চাহিদার বিপরীতে সরবরাহ দেয়া হয়েছে ১ হাজার ৮১৩ মেগাওয়াট। ফলে ২০৩ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। এরমধ্যে পিক আওয়ারে ওজোপাডিকোর ৫৭৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ৫৩৭ মেগাওয়াট বিদ্যুৎ। ঘাটতি ছিল ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ। আর পল্লী বিদ্যুতের ১ হাজার ৪৪৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ দেয়া হয় ১ হাজার ২৭৬ মেগাওয়াট। ফলে ঘাটতি দেখা দেয় ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ।
চাহিদা মতো জ্বালানি তেলের সরবরাহ পাচ্ছে না খুলনার পাম্পগুলো: চাহিদা মতো জ্বালানি তেলের সরবরাহ পাচ্ছে না খুলনার পাম্পগুলো। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকটি ফিলিং স্টেশন মালিক। অপরদিকে ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন ডিপো কর্তৃপক্ষ।