শ্রীনগর ষোলঘর ইউনিয়নের দুই বারের চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের শ্রীনগর ষোলঘর ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান আজিজুুল ইসলাম এর বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) জুমার নামাযের সময় এই হামলা করে। রুবেল (৪৭) কাজীর নেতৃত্বে ষোলঘর ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাংচুর করে। ভাংচুরে অন্য্যদের মধ্যে অংশ নেয় সাইদুল মুন্সী (৩৮) পিতাঃ ঐ, বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম উজ্জ্বল (৪৩), ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগ, পান্না (৩৯), সোহেল (৩৫), আওলাদ (২৮), নেতা আউয়াল মুন্সি (৫২) গং।
বাড়িতে চেয়ারম্যানের বসার রুমে সাটানো প্রধানমন্ত্রীর ছবিও রেহাই পায়নি ভাংচুর থেকে। ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা যায়, চেয়ার, টেবিল, প্রধানমন্ত্রীর ছবিসহ সকল আসবাবপত্র ভাংচুর অবস্থায় এবড়ো থেবড়োভাবে পড়ে রয়েছে।
এ বিষয়ে তাৎক্ষনিকভাবে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজিজুল ইসলমের বাড়িতে উপস্থিত হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যও তারা দাবি জানান।