বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে গতকাল সন্ধা রাতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরগুলোতে থাকা নগদ ৪ লাখ টাকা, ৪টি গরুসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে অন্তত ২২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার হিলালপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উল্লেখিত সময়ে হঠাৎ করেই ওই গ্রামের মৃত ছাব্বির মিয়ার ছেলে আল আমিন মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের লেলিহান শিখা দেখে লোকজন দিক-বেদিক ছুটোছুটি করতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে আশপাশের লোকজনের প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে পুটিজুরি তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, অগ্নিকা-ের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু রাস্তা সুরো হওয়ায় এবং রাস্তার বাঁশ পড়ে থাকায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকা-ে প্রায় ২২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।