মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

নিখোঁজের তিন দিন পর শিশু হুমায়রার লাশ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় নিখোঁজের তিনদিন পর হুমায়রা (৭) নামের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হুমায়রা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মোঃ দুলাল মিয়ার মেয়ে। নিহতের স্বজনরা জানায়, গত ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় তার ভাবি বৈশাখির সাথে পাশের গ্রাম নয়াগাঁও বেড়াতে যায় হুমায়রা। তারপর থেকেই নিখোঁজ হয় শিশু হুমায়রা। বাড়ি থেকে প্রায় অর্ধকিলোমিটার দূরে হুমায়রাকে হত্যার পর অপকর্মের অভয়ারণ্য কর্ণকট কোম্পানির বাগানের বালুর নিজে পুথে রাখে। তিন দিন পর এলাকার লোকজন গরুর ঘাস কাটতে গিয়ে হুমায়রার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার লাশ উদ্ধার করে। এ বিষয়ে হুমায়রার ভাবি বৈশাখী ও তার মাকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁ থানার অফিসারর্স ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ৩ দিন পর নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে তিনজনকে আটক করা হয়েছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ