৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হলো
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : নিষিদ্ধ কারেন্ট জাল রাখার অভিযোগে আলিফ হোসেন নামে মণিরামপুরের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বুধবার বিকেলে উপজেলার রাজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন । এ সময় আলিফের হেফাজতে থাকা ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দেওয়া হয়। অভিযানে জ্যৈষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ ও রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন, ভ্রাম্যমাণ আদালত মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজগঞ্জ বাজারের গুড়পট্টি এলাকায় কারেন্ট জাল উদ্ধার অভিযান চালায়। এ সময় আলিফ এন্টারপ্রাইজে বিপুল পরিমাণ কারেন্ট জাল পাওয়া যায়। নিষিদ্ধ জাল রাখার অপরাধে দোকানের মালিক আলিফকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর অধীনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার হেফাজতে থাকা ১০ হাজার টাকা মূল্যের ৩ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে।