মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত রাগিবিয়া মাদরাসা স্বরুপে ফিরে আসবে ইনশাআল্লাহ -------এডভোকেট জুবায়ের

সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিলেট নগরীর পাঠানটুলা গোয়াবাড়ী রাগিবিয়া মাদরাসার আবাসিক ছাত্র-শিক্ষকদের জন্য নতুন বিছানাপত্র প্রদানকালে শিক্ষক ও ছাত্রদের সাথে কুশলাদি বিনিময় করছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ জামায়াত নেতৃবৃন্দ।

সিলেট ব্যুরো: সম্প্রতি বজ্রপাতের কারণে সর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিলেট নগরীর পাঠানটুলা গোয়াবাড়ি পয়েন্ট সংলগ্ন রাগিবিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন তোষক, বালিশ ও বিছানাপত্র প্রদান করেছে সিলেট মহানগর জামায়াত। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল মাদরাসা পরিদর্শন করেন এবং মাদরাসার ৩৫ জন আবাসিক ছাত্র ও ৫ জন শিক্ষকদের জন্য নতুন তোষক, বালিশ ও বিছানাপত্র প্রদান করেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অগ্নিকাণ্ডে রাগিব রাগিবিয়া মাদরাসার অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠা মাদরাসা কর্তৃপক্ষের জন্য কষ্টকর। মজলুম সংগঠন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মাদরাসা বিছানাপত্র দিয়ে সহযোগিতা করা হয়েছে। এর মাধ্যমে মাদরাসা কর্তৃপক্ষ কিছুটা হলেও উপকৃত হবেন। নিজ নিজ অবস্থান থেকে সামর্থ অনুযায়ী এই দ্বীনি প্রতিষ্ঠানের পুনর্গঠনে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্বীনি প্রতিষ্ঠানটি আবার আগের রুপে ফিরে আসবে। ইনশাআল্লাহ।

এমসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জালালাবাদ থানা আমীর মুফতী আলী হায়দার, সমাজসেবী মো: ফয়জুল হক, জালালাবাদ থানার ৩৭নং ওয়ার্ড জামায়াত সভাপতি রিয়াজ মিয়া ও প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান সফিক মেম্বার প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ