হবিগঞ্জে গ্যাস নেই ৪ সিএনজি স্টেশনে অটোরিকশার ভাড়া বৃদ্ধি
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের ৮টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে ৪টিতেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নির্ধারিত সময়ের আগেই মাসিক বরাদ্দের পরিমাণ শেষ হওয়ায় গেল সোমবার (২৫ জুলাই) বিকেল থেকে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে গ্যাস সংকটের কারণে সিএনজিচালিত অটোরিকশা ও হালকা যানবাহন চলতে সমস্যা হচ্ছে। খোলা থাকা বাকি ৪ স্টেশনে দিনব্যাপী দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না গাড়িগুলো। ফলে বিভিন্ন সড়কে যেমন কমেছে গাড়ি, তেমনি বেড়েছে অটোরিকশার ভাড়াও। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের দেওয়া তথ্যে জানা যায়, সিলেট বিভাগে জালালাবাদ গ্যাসের অধীনে আগে প্রতিদিন ৪০০ মিলিয়ন গ্যাস বরাদ্দ ছিল। কিন্তু এখন দেওয়া হচ্ছে ২৬১ মিলিয়ন। এর মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি গ্যাস প্রয়োজন হয়। কারণ গ্যাস পাম্পের পাশাপাশি এখানে রয়েছে শিল্পাঞ্চল। এ জেলায় হবিগঞ্জ আঞ্চলিক অফিসের অধীন গত জুন মাসে ২১ লাখ ২৫ হাজার ৪৫৪ ঘনমিটার গ্যাস বরাদ্দ দেওয়া হয়। সরেজমিন ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দ শেষ হওয়ায় হবিগঞ্জের ৮টি ফিলিং স্টেশনের মধ্যে চারটি বন্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে শায়েস্তাগঞ্জ ফিলিং স্টেশন, জিএস ব্রাদার্স ফিলিং স্টেশন, মাধবপুরের আল আমিন ফিলিং স্টেশন ও সুশান ফিলিং স্টেশন। চালু আছে মাধবপুরের সেমকো ফিলিং স্টেশন, নবীগঞ্জের আউশকান্দি সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশন, সদরের মেসার্স এম হাই অ্যান্ড কোং সিএনজি লিমিটেড ও বাহুবলের মেসার্স সিটকো সিএনজি লিমিটেড। যেসব স্টেশন চালু আছে তাতে প্রতিদিন কয়েকশ গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।