মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

কালিহাতীতে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য জামায়াতের দোয়া ও সহায়তা

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য  দোয়া মাহফিল ও দোকান মালিকদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জামায়াত।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বর্গা বাজারে দোয়া মাহফিল ও অর্থ সহায়তা প্রদান করা হয়।  উপজেলা আমীর এস এম এনামুল হকের সভাপতিত্বে ও পারখী ইউনিয়ন সভাপতি এস এম আব্দুল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মোনাজাত করেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ওবায়দুর রহমান কোরায়শী, সখীপুর উপজেলা আমীর মো. হায়দার আলী মাস্টার। আরো বক্তব্য রাখেন বাজার বণিক সমিতির সভাপতি গোলাম রাব্বানি রাজিব, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্ত ১৩জন দোকান মালিককে জামায়াতের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ। এসময় স্থানীয় অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

খন্দকার আব্দুর রাজ্জাক এসময় বলেন, একমাত্র আল্লাহ পাকই সকলকে সবধরণের বিপদ থেকে রক্ষা করতে পারেন। জামায়াত একটা মজুলম সংগঠন হয়েও সাধ্যমত ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়ে দায়িত্ব পালনের চেষ্টা করছে। এমর্মান্তিক দুর্ঘটনার পর পরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের সহায়তা করেছিলাম। দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রতি আমাদের দায়িত্ব পালন করলাম।

উল্লেখ্য, উপজেলার পারখী ইউনিয়নের বর্গা বাজারে গত শনিবার ৯জুলাই ঈদ-উল-আযহা’র আগের রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ