আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে ইশরাকের নেতৃত্বে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণের ওয়ারী থানা বিএনপির ২০ নেতাকর্মীর মুক্তির দাবি ও পুলিশি হয়রানির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকার বংশাল জিন্দাবাহার জামে মসজিদে জুমার নামায আদায় শেষে মুসল্লিদের নিয়ে মিছিলে নামেন তিনি। মিছিলে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নয়াবাজার, রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ শেষে রথখোলা চত্বরে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, সরকার আন্দোলনের ভয়ে পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। বর্তমান সরকার তাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ঢাকাসহ সারাদেশকে একটি ভয়াল রাজ্যে পরিণত করেছে। এ অবস্থায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় সর্বাবস্থায় নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়ে আন্দোলন সংগ্রামে সবার আগে বুক পেতে দেওয়ারও অঙ্গীকার করেন তিনি। দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাস ও রিজার্ভ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার চরম সংকটে আছে, এখন দেশকেও চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে।