মকবুল আহমেদ ও কাজী ফিরোজ খানের ইন্তিকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অবিভক্ত খিলগাঁও থানার কর্মী মকবুল আহমেদ ও ওয়ারী পশ্চিম থানার ৩৮ বিসিসি ওয়ার্ড সেক্রেটারি মহিউদ্দিন বাবুলের শ্বশুর, ওয়ারী পশ্চিম থানার মহিলা জামায়াতের রুকন পারভিন আক্তারের পিতা কাজী ফিরোজ খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। গতকাল শুক্রবার দেয়া নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তাদের নেক আমল সমূহ কবুল করে তাদের জান্নাতবাসী করেন এবং নিজ নিজ পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমীন।
মরহুম মকবুল আহমেদ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পরিবার পরিজনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাযে জানাযা আজ গোড়ান নুরবাগ জামে মসজিদে বাদ জুমা শেষে অনুষ্ঠিত হয়। সেখানে বৃহত্তর খিলগাঁও থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। পরবর্তীতে মরহুমের দাফন নিজ এলাকা চাঁদপুরে সম্পন্ন হবে বলে জানা যায়।
কাজী ফিরোজ খান গতকাল শুক্রবার দুপুর ২.৩০ টায় ওয়ারী নিজ বাসায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ৪ ছেলে ১ মেয়ে পরিবার পরিজনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাযে জানাযা শেষে নিজ বাড়ি কুমিল্লা জেলার মুরাদ নগরের নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন করা হবে। প্রেসবিজ্ঞপ্তি।