আম সংকটে বন্ধ হলো রাজশাহী-ঢাকা ম্যাঙ্গো স্পেশাল ট্রেন

সংগ্রাম অনলাইন ডেস্ক: আম চাষি ও ব্যবসায়ীদের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু করা হয়েছিল ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। মাত্র ১ টাকা ১৭ পয়সা কেজি হিসেবে রাজশাহী থেকে ঢাকায় এই ট্রেনে আম পরিবহন করা যাচ্ছিল। কিন্তু আম সংকটের কারণে চালুর মাত্র ১১ দিন পর বন্ধ করে দেয়া হলো চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন।
শনিবার (২৫ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ এ তথ্য জানিয়েছ্নে।
তিনি জানান, এ বছর চাঁপাইনবাবগঞ্জের আমের ফলন অনেক কম হয়েছে। তাই পরিবহনের জন্য পর্যাপ্ত পরিমাণ আম পাওয়া যাচ্ছিল না। এজন্য শুক্রবার (২৪) দুপুরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয় ম্যাংগো স্পেশাল ট্রেনে আর আম পরিবহন করা হবে না।
এরআগে বৃহস্পতিবার (২৩ জুন) সর্বশেষ এই স্টেশন থেকে ৩ হাজার ১৮৫ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটে যায় ম্যাংগো স্পেশাল ট্রেন।
গত দুই বছর থেকেই ১ টাকা ৩০ পয়সা কেজি দরে ঢাকায় আম পৌঁছে দিচ্ছে ট্রেনটি। সেই ধারাবাহিকতায় এবারও গত ১৩ জুন রহনপুর রেলস্টেশনে আম নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ম্যাংগো স্পেশাল ট্রেন।