রবিবার ২৮ মে ২০২৩
Online Edition

আরচ্যারী কোচেস ওরিয়েন্টেশন কোর্স শুরু

 স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী ‘আরচ্যারী কোচেস ওরিয়েন্টেশন কোর্স’ শুরু হয়েছে। টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিকভাবে হচ্ছে ক্যাম্পটি। প্রতিদিন সকাল সাড়ে ৮ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত (মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে) কোর্স অনুষ্ঠিত হবে। কোর্স কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বিকেএসপি’র আরচ্যারী প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান মো: নূরে আলম। সহকারী কোর্স কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের নিবন্ধিত আরচ্যারী প্রশিক্ষক মো: আবু সাঈদ ভূইয়া। দেশের ২১ জন প্রশিক্ষক উক্ত ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করছে। কোর্সটি আগামী ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোর্সে অংশগ্রহণকারীরা হলেন:ইউসুফ হোসেন (ফরিদপুর), মো: হযরত আলী (চুয়াডাঙ্গা), মোহাম্মদ কামরুল হোসেন (চট্টগ্রাম), সামছু উদ্দিন (বিজিবি), মো: জাবের উদ্দিন (সি.টি.জি আরচ্যারী ক্লাব), বিপু রায় (নীলফামারি), মো: আবুল কাশেম মামুন (পুলিশ), যুথি আক্তার (বরিশাল), মো: আবুল বাশার (শরিয়তপুর), শেখ সজিব (বিকেএসপি), ঐশ^র্য্য রহমান তিতাস (বিকেএসপি), মো: মাহমুদুল হাসান রিয়াজ (সতীর্থ ক্লাব), মো: ইমদাদুল হক মিলন (আনসার), মোছা: হিরা মনি (নীলফামারী), সুমন কুমার দাস (সেনাবাহিনী), মো: মামুন (সেনাবাহীনি), মোছা: মুর্শিদা আক্তার কল্পনা (ঢাকা), মো: বাবুল মিয়া (আনসার), মোছা: লতিকা চাকমা (আনসার), অমি চাকমা (আনসার), মো: আল-মামুন (বান্দরবান)।

অনলাইন আপডেট

আর্কাইভ