সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩
Online Edition

সাবেক সিইসিকে বিচারের আওতায় আনা উচিত

সংসদ রিপোর্টার: নির্দেশনার পরও কুমিল্লা-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের এলাকা ত্যাগ না করার প্রসঙ্গ টেনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘ক্ষমতাসীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন যে হবে না, সাংবিধানিক প্রতিষ্ঠানের এ ধরনের অসহায়ত্ব প্রকাশ তার অন্যতম নজির।’

গত সোমবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সম্পূরক বাজেটে নির্বাচন কমিশনের জন্য ৭৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়ার প্রসঙ্গ টেনে হারুনুর রশীদ বলেন, সাবেক সিইসি কেএম নুরুল হুদা বলছেন ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কিছু ত্রুটি রয়েছে। ইভিএমের ব্যালট ইউনিটকে টেকনোলজির আওতায় আনা যায়নি। এ ধরনের ত্রুটিপূর্ণ ইভিএম দিয়ে কেন সাবেক সিইসি ভোট করলেন? তাকে বিচারের আওতায় আনা উচিত।’

হারুন বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনাররা বলছেন, ইভিএমের ভোট কেন্দ্রে যে ডাকাত থাকে সেটি ধরাই আমাদের জন্য চ্যালেঞ্জ। সাবেক ও বর্তমান কমিশনাররা কিন্তু নির্বাচন ব্যবস্থা নিয়ে সুস্পষ্ট চিত্র জনগণের সামনে তুলে ধরেছেন।’

হারুন বলেন, ই-কমার্সের নামে জনগণের হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে পুলিশের কর্মকর্তা রানা দেশ ছেড়ে পালিয়েছেন। ভারত যেসব অপরাধীদের গ্রেফতার করলো, তাদের ফেরাতে হবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে যে লুটপাট হয়েছে, তাও ফেরাতে হবে।’

অনলাইন আপডেট

আর্কাইভ