শনিবার ০২ ডিসেম্বর ২০২৩
Online Edition

বিদ্রোহীদের হামলায় ৫০ জন নিহত : বুরকিনা ফাসো

১৪ জুন,  রয়টার্স, আল জাজিরা : বুরকিনা ফাসো সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলীয় এক গ্রামে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। সেনো প্রদেশের সেইতেঙ্গা গ্রামে শনি ও রবিবারের মধ্যবর্তী রাতে হামলা চালানো হয়। সীমান্তবর্তী এই অঞ্চলটিতে আল-কায়েদা এবং আইএস সংশ্লিষ্ট যোদ্ধারা সশস্ত্র উত্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারি মুখপাত্র লিওনেল বিলগো জানান, শনিবার রাতভর সেইতেঙ্গা গ্রামে হামলার পর ‘সেনাবাহিনী এখন পর্যন্ত ৫০টি লাশ উদ্ধার করেছে।’ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। এক নিরাপত্তা কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থাকে সোমবার জানিয়েছেন অন্তত একশ’ জন নিহত হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি স্থানীয় সূত্র বার্তা সংস্থাটিকে জানিয়েছে, ১৬৫ জন নিহত হয়েছে।

ওই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। হামলায় দায়ীদের বিচারের আওতায় আনতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা। নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, ‘সন্ত্রাসী গ্রুপ যে পদ্ধতিতে আক্রমণ করেছে, অর্থাৎ গ্রামে যাদের মুখোমুখি হয়েছে তাদের পদ্ধতিগতভাবে মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতি ভয়ঙ্কর’।

গত সপ্তাহে সেইতেঙ্গা এলাকায় বিদ্রোহী এবং সরকারি বাহিনীর মধ্যে প্রাণঘাতী লড়াই হয়েছে। বৃহস্পতিবার ওই লড়াইয়ে ১১ পুলিশ নিহত হলে অভিযান শুরু করে সেনাবাহিনী। এতে প্রায় ৪০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হন।

সরকারি মুখপাত্র লিওনেল বিলগো বলেন, ‘সেনাবাহিনীর কর্মকা-ের প্রতিশোধের কারণে রক্তপাত হয়েছে। দেশে আঘাত হেনেছে কিন্তু সেনাবাহিনী তার কাজ করে যাচ্ছে।’

ওই অঞ্চলে কর্মরত মানবিক সংস্থাগুলো জানিয়েছে, গ্রামে হামলার পর আশেপাশের শহরগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় তিন হাজার মানুষ।

অনলাইন আপডেট

আর্কাইভ