শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

২৪ বছর পর ফ্রান্সকে হারালো ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। আর এ জয়ে ক্রোয়াটদের ২৪ বছরের অপেক্ষার অবসান হয়েছে। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে ফরাসিদের কাছে হেরে এই পথচলা শুরু হয়েছিল তাদের। অবশেষে ৯ ম্যাচ পর জয়ের দেখা পেল। সোমবার ফ্রান্সের মাঠে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে খেলার পঞ্চম মিনিটে ফ্রান্সের ভুলে পেনাল্টি থেকে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। তাদের ডি-বক্সে আন্তে বুদিমিরি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজে।

মদ্রিচের জোরাল স্পট কিকে গোলরক্ষক মাইক মিয়াঁ বলে হাত লাগালেও রুখতে পারেননি। এই হারে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার আশাও শেষ হয়ে গেল ফ্রান্সের। গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তলানিতে তারা। তাদের গ্রুপ সেরা হয়ে ফাইনালসে যাওয়ার সম্ভাবনা শেষ। গ্রুপে ডেনমার্ক তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ক্রোয়েশিয়া। তিন নম্বরে অস্ট্রিয়ার পয়েন্ট ৪।

অনলাইন আপডেট

আর্কাইভ