শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

শ্যামনগরে ডাম্পার উল্টে চালক নিহত 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে মাটি বহন ডাম্পার উল্টে নাজমুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটে।

জানাগেছে, কৈখালী ইউনিয়ন এর যাদবপুর গ্রামের মৃত জুব্বার মোল্লার ছেলে মোঃ নাজমুল হাসান (৩০)। সে এলাকার এক স্থান থেকে অন্যস্থানে ডাম্পার দিয়ে মাটি এনে ভরাটের কাজ করতো।

গত বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে কৈখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পুকুরে মাটি ফেলতে গিয়ে ডাম্পারটি উল্টে গেলে ডাম্পার চালক নাজমুল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়টি জানতে শ্যামনগর থানার তদন্ত ওসি সানোয়ার হোসেন মাসুম সত্যতা নিশ্চিত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ