সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩
Online Edition

স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার  

সংবাদদাতা : যশোরের চৌগাছা উপজেলার কংশারীপুর মাশিলা সড়কের ধোনার খাল থেকে চয়ন (২০) নামে  এক স্কুল ছাত্রের  বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার  বেলা ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। চয়ন উপজেলার দিঘলসিংগা গ্রামের সবুজ হোসেনের ছেলে এবং চাঁদপুর হাজী মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ধানের ক্ষেতে একটি বস্তা পড়ে থাকতে দেখে। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানায়। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে এক কিশোরের লাশ উদ্ধার করে।

অনলাইন আপডেট

আর্কাইভ