ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
সংগ্রাম অনলাইন ডেস্ক: ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার পর এই সংঘর্ষ শুরু হয়৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে ৷ এতে কয়েকজন আহত ও কক্ষ ভাংচুরের ঘটনা ঘটেছে৷
জানা গেছে, শুক্রবার ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। যেখানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারী তামান্না জেসমিন রিভা ও সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী রাজিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক করা হয়।
এই কমিটি ঘোষণার পর বাদ পড়াদের উপর চড়াও হয় নতুন কমিটিতে পদ পাওয়া নেত্রীরা৷ এরপর দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়৷ এ সময় ছাত্রলীগ কর্মীরা জড়ো হয়ে, ‘ইডেন কলেজের লজ্জা রিভা-রাজিয়া’ ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায়৷