পারমাণবিক হুমকিতে বৈশ্বিক নিরাপত্তা-ইউরোপিয়ান কাউন্সিল

১৩ মে, আল জাজিরা: ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল মন্তব্য করেছেন, বৈশ্বিক নিরাপত্তা এখন হুমকিতে রয়েছে। পারমাণবিক বোমা হামলার শিকার জাপানের হিরোশিমায় সফরে গিয়ে, ইউক্রেনে রুশ হামলা এবং সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণেই এমন শঙ্কা প্রকাশ করেন তিনি। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ।
তিনি বলেন, ‘আমরা যখন কথা বলছি তখন বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে। পরমাণুবিক শক্তিধর রাশিয়া সার্বভৌমত্ব ইউক্রেনে হামলা চালাচ্ছে। এছাড়া লজ্জাজনক এবং অগ্রহণযোগ্যভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে যাচ্ছে’। ইউক্রেনে হামলার পর থেকেই পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে পশ্চিমা দেশগুলো।
সম্প্রতি ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে, এজন্য পৃথিবীর সব দেশের প্রস্তুত থাকা উচিত। গত ২৪ ফেব্রুয়ারি অভিযানের শুরু থেকেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির অনেক শহর। হামলায় ইউক্রেনের হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করলেও সাড়া পাওয়া যায়নি ক্রেমলিনের।