শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

রুশ মুদ্রায় গ্যাস কিনছে ইউরোপের চার দেশ?  

২৮ এপ্রিল, ব্লুমবার্গ : রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধে রাজি না হওয়ায় গত বুধবার ইউরোপের দুই দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। একই দিন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এমন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, রুবলে গ্যাস কিনছে ইউরোপের চার দেশ। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত মার্চের শেষদিকে ঘোষণা দিয়েছিলেন, ‘অবন্ধুসুলভ’ দেশগুলো রাশিয়ার কাছ থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে চাইলে তাদের রুবলের মাধ্যমে এর দাম পরিশোধ করতে হবে। সূত্র বলছে, তার ওই ঘোষণার পর রুবলে মূল্য পরিশোধ করছে ইউরোপের চার দেশ। তবে ওই ব্যক্তি দেশগুলোর নাম উল্লেখ করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, ইউরোপের ২৩ দেশে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে রাশিয়া। তবে এখন পর্যন্ত অনেক ক্রেতাই রুবলে দাম পরিশোধের শর্ত প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই বুধবার এ ইস্যুতে ইউরোপের দুই দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় রুশ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ