চার উইকেট নিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার: অবশেষে উইকেটের দেখা পেলেন টাইগার পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে দুর্দান্ত পারফর্মেন্সের পর ডারবানে তার ওপরেই ভরসা করছিল বাংলাদেশ। কিন্তু বল হাতে গতকাল ভালো শুরু করতে পারেননি এবাদত। দিনের শেষ সেশনে এসে পেলেন উইকেটের দেখা। তার বলে অভিষিক্ত রায়ান রিকলটন ২১ রান করে ধরা পড়েন অধিনায়ক মুমিনুল হকের হাতে। ১৮০ রানে চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ১৯০ রান। টসে জিতে ফিল্ডিয়েরে সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। এই টেস্টে বাংলাদেশ একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। পেটের পীড়ায় ভুগছেন তামিম। পেসার শরীফুল ইসলামও নেই। তার পরিবর্তে খালেদ আহমেদকে নেওয়া হয়েছে। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গীতে ব্যাট চালাতে থাকেন দুই দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার ও সারেল এরউই। এর মধ্যে অধিনায়ক এলগার মাত্র ৬০ বলে ফিফটি তুলে নেন। প্রথম সেশনের ২৫ ওভারেই দুজনে মিলে তুলে ফেলেন ৯৫ রান। সেশন শেষে ঠিক ৬০ রানেই অপরাজিত ছিলেন এলগার। এরউই অপরাজিত ছিলেন ৩২ রানে। তারা রান তুলেছেন ওভারপিছু ৩.৮০ করে! ৩৪তম ওভারে ওয়ানডে গতিতে ব্যাট করতে থাকা প্রোটিয়া অধিনায়ক ডিল এলগারকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন খালেদ আহমেদ। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৬৭ রানে বিদায় নেন এলগার। পরের ওভারেই থিতু হয়ে থাকা আরেক ওপেনার সারেল এরইউকে ফেরান মেহেদি হাসান মিরাজ। ১০২ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। বল হাতে এক উইকেট তুলে নেওয়ার পর দারুণ ফিল্ডিংয়ে আরেক উইকেটকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ। তাসকিনের বলে সিঙ্গেল রান নিতে গিয়ে দাগ পেরোবার আগেই বাংলাদেশি অলরাউন্ডারের দুর্দান্ত থ্রো-তে উইকেট হারিয়ে বসেন কিগান পিটারসেন। ৩৬ বলে ১৯ রান নিয়ে বিদায় নেন তিনি।