সৌদি আরবে গড়ে উঠেছে ৭০০ সদস্যের সর্ব বৃহত্তম নারীদের পায়ে হাঁটার দল
প্রকাশিত: রবিবার ১৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট সংস্করণ
১৫ জানুয়ারি, আল আরাবিয়া: মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদিআরবে একজন সৌদি নারী আবির আল-দায়েল নিজ উদ্যোগে, পূর্বাঞ্চলীয় প্রদেশের শহর জুবাইলে ৭০০ সদস্যের নারীর সমন্বয়ে সৌদি আরবের সর্ব বৃহত্তম নারীদের পায়ে হাঁটার দল গঠন করেছেন। আল-আরাবিয়া চ্যানেলের ভাষ্য মতে, নারীদের পায়ে হাঁটা দলের সদস্যদের ৭০ শতাংশের নারীদের ওজন হ্রাস পেয়েছে এবং তাদের মধ্যে ১৫ শতাংশ নির্দিষ্ট দীর্ঘস্থায়ী রোগ থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করেছে যা এর আগে তারা উক্ত বিভিন্ন রোগে ভোগেন ।