কালিহাতীতে শীতে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা : কালিহাতী-আউলিয়াবাদ অঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার (৫৫) লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ছাতিহাটীতে জনৈক শওকতের বাড়ির সামনে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নব-নির্বাচিত স্থানীয় ইউপি সদস্য সাহেব আলী বাড়ির মালিক শওকত ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, অজ্ঞাত এ মহিলাটি বেশ কিছুদিন যাবৎ আউলিয়াবাদ বাজারে ভবঘুরে পাগলীর মতন করে এর ওর দোকানে চেয়ে খেতো। উনার স্বাস্থ্য খুবই হালকা ও রোগা ছিলো। সম্ভবত শীতের তীব্রতায় বাহিরে রাত যাপনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন নাগবাড়ি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল কাইয়ুম বিপ্লব।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, অজ্ঞাত ভবঘুরে মহিলাটির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে আঙুলের ছাপ পরীক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে ও ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শীতে তাঁর মৃত্যু হতে পারে।