জম্মুর প্রভাব বাড়াতে মোদি সরকারের নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়ে কাশ্মীরে ক্ষোভ

২৩ ডিসেম্বর, বিবিসি: ভারতশাসিত কাশ্মীর অঞ্চলের নির্বাচনী সীমানা নির্ধারণের নতুন খসড়ায় বিধানসভায় ছয়টি অতিরিক্ত আসনে জম্মুকে বিভক্ত করতে উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। অন্যদিকে কাশ্মীরে যোগ হবে মাত্র একটি অতিরিক্ত আসন। সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতির নেতৃত্বে গঠিত কমিশনের এই খসড়া প্রস্তাব গৃহীত হলে জম্মুতে থাকবে ৪৩টি এবং কাশ্মীরে থাকবে ৪৭টি আসন। যেখানে কাশ্মীরের জনসংখ্যা জম্মুর চেয়ে ১৫ লাখ বেশি। বিতর্কিত এই অঞ্চলের রাজনীতিতে হিন্দু অধ্যুষিত জম্মু অঞ্চলের প্রভাব বাড়াতে এই খসড়া হয়েছে বলে কাশ্মীরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কাশ্মীরের মুসলিম অধ্যুষিত বাসিন্দাদের আশঙ্কা এই প্রস্তাব নেতা নির্বাচনে তাদের কণ্ঠস্বরকে ম্লান করে দেবে। বিশেষজ্ঞদের মতে, কাশ্মীরের আসন ৫১ পর্যন্ত বাড়িয়ে জম্মুর আসন ৩৯টি করা উচিত। এছাড়া অবহেলিত গোষ্ঠীর জন্য ১৬টি সংরক্ষিত আসনেরও প্রস্তাব করেছে। যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দশকব্যাপীই কাশ্মীরে ২০১৯ সালে বিজেপি জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে এটিকে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা কাশ্মীর থেকে জম্মুর দিকে সরানোর কাজ শুরু হয়।